ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

পৌরসভা সহ ১৫ টি ইউনিয়নে দোকানপাট খোলা গফরগাঁওয়ে ঢিলেঢালা লকডাউন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৮ম দিন ধরে চলছে ঢিলেঢালা লকডাউন। পৌরসভাসহ উপজেলার ১৫ ইউনিয়নের কান্দিপাড়া বাজার, দত্তেরবাজার, শিবগঞ্জ বাজার, গয়েশপুরবাজার, নলচিড়া পালেরবাজার, গলাকাটা বাজার, রসুলপুল বাজার, বারইহাটি বাজার, পাঁচপাইর বাজার, লামকাইন নতুন বাজারসহ প্রায় গ্রাম্য বাজারগুলোতে দোকানপাট খোলাসহ খুব কম লোকেরই মাস্ক পড়তে দেখা যায়।


মাঝে মধ্যে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী টহল দিতে দেখা গেছে। কোনো কোনো দিন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে উপজেলা প্রশাসন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এবং বাজারে লোকজনসহ বিভিন্ন দোকানে জরিমানা করছে, তাও আবার একেবারে নগণ‍্য। পৌরশহরের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি মানুষকেও আনাগোনা দেখা যায়। রোগী ও জরুরি পরিবহন ছাড়াও অন্য যেকোনো পরিবহন চলাচল ছিল স্বাভাবিক। করোনাভাইরাস দিন দিন বাড়তির দিকে থাকলেও প্রশাসনের নজরদারি একেবারেই কম। গ্রাম্য ভাষায় বলে “না পাড়ি কইতে, না পাড়ি সইতে” প্রশাসনের যেন এই প্রচার অভিযান। এই ঢিলেঢালা লকডাউনকে কঠোর ভাবে পদক্ষেপ না নিলে জনগণের অবস্থা নাবিশ্বাস হবে বলে অভিজ্ঞ মহলের ধারনা। 

ads

Our Facebook Page